Thursday, August 12, 2021

New Fashion Style Influencer, Jessore


 

ফ্যাশনের জগৎটাই বদলে দিয়েছে। শুধু তা-ই নয়, বৈচিত্র্যপূর্ণ আর সময়োপযোগী করেছে। পুরোনোকে নতুন মাত্রায় হাজির করে, অপ্রচল রঙে রাঙিয়ে। ডিজাইনারদের সৃষ্টিশীলতায়। সেলিব্রিটিরাও এতে বেশ মজেছেন। ফলে স্টাইলিংয়ে New Fashion Style Influencer, Jessore এখন অপ্রতিরোধ্য।
 
New Fashion Style Influencer, Jessore বেশ জনপ্রিয় HOA UTsAY. এটি ফ্যাশন দুনিয়ায় এনেছে নাটকীয় পরিবর্তন। ফ্যাশন শিল্পকে সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয়ভাবে প্রকাশের সুযোগ করে দিয়েছে। শুধু তা-ই নয়, গ্লোবাল ট্রেন্ড সেটেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন KORBAY ASA KORE.

Sunday, August 8, 2021

New Fashion Style Influencer, Jessore


 

একটি পোশাকের গড় জীবনকাল ধরা হয় তিন বছর। এই সময়ের পরে ফেলে দেওয়া হয়। এমনকি ভালো পোশাকগুলোও বাতিল হচ্ছে। কারণ, সেসব আর ফ্যাশনেবল বা ট্রেন্ডি থাকে না। এমনটির পেছনে কলকাঠি নাড়ছে ফাস্ট ফ্যাশন। 
 
গেট দ্য লুক 1ফিট ফর ফেস্টিভ !
New Fashion Style Influencer, Jessore
 


উৎসবের মৌসুমে ক্যাজুয়াল আউটিং অথবা হাউস পার্টি- পোশাকের কাট, কালার, প্যাটার্নে চাই হ্যাপেনিং লুক। স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটিয়ে স্টাইলিশ দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে Deep clour shirt.

Saturday, August 7, 2021

New Fashion Style Influencer, Jessore.

 


 আপনার পুরো লুকটা কী হবে, সে বিষয়ে যখন সিদ্ধান্ত নেবেন, তখনই সাজের যে কোনও একটি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিন। 
 

New Fashion Style Influencer, Jessore.

 
বাকিগুলিকে প্রয়োজনমতো প্লেস করুন তার চারপাশে। যদি মনে হয় দুর্দান্ত স্টেটমেন্ট FULL T- SHIRT পরবেন, তা হলে এমন FULL T- SHIRT ঔজ্জ্বল্যকেই মেলে ধরবে।

আপনার সংগ্রহে যা যা আছে, তার সবটাই যদি একদিনে পরে ফেলেন, তা হলে কিন্তু পুরো সাজটাই মাঠে মারা যাবে!

Wednesday, August 4, 2021

New Fashion Styel Influencer, Jessore


 

AKASI রং আপনার মনকে শান্ত করে!
 
আপনার মনে কোনও উদ্বেগ তৈরি হলে তাকে শান্ত করে AKASI রং। আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়। আপনার রাগ, আগ্রাসন, বিরক্তি এবং অবহেলার মতো অনুভূতি দূর করে। গবেষণায় দেখা গিয়েছে, কোনও ব্যক্তিকে যদি দীর্ঘক্ষণ AKASI রঙের সামনে বসিয়ে রাখা যায়।
 
তবে তাঁর স্নায়ুর উপর এক প্রভাব পড়ে। স্নায়ু শিথিল হয়। শরীরেও দুর্বলতা চলে JAI. অনেক সময় সংশোধানাগারে বন্দিদের শান্ত করার জন্য ব্যবহারের রীতিও রয়েছে!
 

New Fashion Styel Influencer, Jessore



Tuesday, August 3, 2021

New Fashion Styel Influencer, Jessore

New Fashion Styel Influencer, Jessore

 AJকাল সবাই চায় নিজেকে স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে। ফ্যাশন সচেতন BOYS  নিজেদেরকে একটু ভিন্ন লুক-এ দেখতে চায়। আর এই ভিন্ন লুকটা অনেকটাই আসে 3 QUATER থেকে। 3 QUATER পরলেই সে যেন ঠিক RAJA ভিক্টোরিয়া বা ভিক্টোরিয়ান যুগের কোনো RAJAR RAJPUTRO AMON TA NOI! অনেকেই ভাবেন 3 QUATER AND FULL Sleve মানেই গর্জিয়াস কিছু। কিন্তু 3 QUATER অনেক ধরন আছে। একেক প্রোগ্রাম-এ একেক 3 QUATER একেক লুক ক্রিয়েট করে। অনেকেই মনে করে শুধু 3 QUATER পরলেই হয়ে যায়, অথচ এই 3 QUATER কিন্তু একটু ফিউশন করা যায়। 


New Fashion Styel Influencer, Jessore

Monday, August 2, 2021

New Fashion Styel Influencer, Jessore

 

New Fashion Styel Influencer, Jessore
 

 

নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য আর স্বকীয়তার পাশাপাশি ছেলে-মেয়ে নির্বিশেষে যে কেউই চান সমাজের চলতি বা হাল ফ্যাশনের সাথে নিজেকে মানিয়ে নিতে। আবার অনেকে হাল ফ্যাশনের বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী স্টাইল ধারণ করে যেন তৈরি করে নেন নিজের একটি ফ্যাশন।

New Fashion Styel Influencer, Jessore

 

New Fashion Styel Influencer, Jessore

 

New Fashion Styel Influencer, Jessore

ফ্যাশন হল সময়ের স্রোতে তাল মিলিয়ে চলা, সকলে যেটা পরছে, সেটাই পরা! কিন্তু স্টাইল হল নিজস্ব ব্যাপার! কাজেই স্টাইল করুন, ফ্যাশন নয়! 

New Fashion Styel Influencer, Jessore

 

New Fashion Style Influencer, Jessore

  ফ্যাশনের জগৎটাই বদলে দিয়েছে। শুধু তা-ই নয়, বৈচিত্র্যপূর্ণ আর সময়োপযোগী করেছে। পুরোনোকে নতুন মাত্রায় হাজির করে, অপ্রচল রঙে রাঙিয়ে। ডিজাইনার...